18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

বিএবি: ১০ হাজার কোটি টাকা চাঁদা, তদন্তের দাবি

রাজনৈতিক পটপরিবর্তনে ভর করে, প্রায় ১৭ বছর পর ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন-বিএবির নেতৃত্বে পরিবর্তন এলো। সরকার বদলের পর অনেক ব্যাংকের চেয়ারম্যান দেশছাড়া, অনেকে আত্বগোপনে। ফলে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে সংগঠনটি। প্রশ্ন উঠেছে, গত ১৫ বছরে ব্যাংকগুলো থেকে তোলা ১০ হাজার কোটি টাকার তহবিল নিয়ে।

ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস। ১৯৯৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠা হয়, কমিটির মেয়াদ ঠিক করা আছে সর্বোচ্চ ৩ বছর। তবে, প্রতিষ্ঠান পর একজন টানা ৫ বছর চেয়ারম্যান ছিলেন।

তবে, নজরুল ইসলাম মজুমদার, ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান। তিনি অতীতের সব রেকর্ড ভেঙে, টানা ১৭ বছর চেয়ারম্যান। আর সংগঠনটিকে পরিণত করেন সরকারের দলীয় শাখায়। সবই নিয়ন্ত্রণ করেছেন আর ব্যাংকগুলো থেকে চাদা তুলে শেখ হাসিনার হাতে দিয়ে ছিলেন আলোচনায়।

এবার রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারকে চেয়ারম্যান করা হলো। যদিও আগের কমিটির অনেকে দেশছাড়া, কেউ কেউ আত্বগোপনে। ফলে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে সংগঠনটি। আবার বেশ কিছু ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক নিয়োগ দিয়েছে নতুন চেয়ারম্যান।

গেলো ১৫ বছরে ব্যাংকগুলো থেকে ১০ হাজার কোটি টাকা তুলেছে বিএবি। এ অর্থ ব্যবহারের নিরপেক্ষ নিরীক্ষার বিষয়টি এখন আলোচনায়। আগামী দিনে, কেবল চাঁদা উঠানোর সংগঠন হবে না বিএবি, তেমনটি বলছে নতুন নেতৃত্ব।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন