অ্যাশেজের দুর্দান্ত ফর্ম নিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ফিরেছিলেন স্টিভেন স্মিথ। বিগ ব্যাশে তার প্রত্যাবর্তন দেখার অপেক্ষায় ছিল গ্যালারিভর্তি দর্শক। কিন্তু স্মিথ-বাবর জুটির ব্যাটিং দেখার আগেই বেরসিক বৃষ্টির হানা। শেষ পর্যন্ত সিডনি সিক্সার্স ও হোবার্ট হারিকেন্সের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তবে ম্যাচ ঠিকঠাক না হলেও দিন শেষে স্বস্তি নিয়েই স্টেডিয়াম ছেড়েছে রিশাদের দল। এবারের বিগ ব্যাশে প্রথম দল হিসেবে প্লে-অফে উঠেছে হোবার্ট হারিকেনস।
লিগের বর্তমান চ্যাম্পিয়নরা ৯ ম্যাচে তুলেছে ১৩ পয়েন্ট। জিতেছে ৬টিতে, হেরেছে ২ টি। গ্রুপ পর্বে এখনো হোবার্টের একটি ম্যাচ বাকি। অন্যদিকে সিডনি সিক্সার্স ৮ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকার তিনে অবস্থান করছে।টস হেরে ব্যাট করতে নামা সিডনি সিক্সার্স খেলা বন্ধ হওয়ার আগে ৫ ওভারে বিনা উইকেটে ৩২ রান তোলে। ওপেনিংয়ে নামা স্মিথ ১৬ বলে ১৯ ও বাবর আজম ১৪ বলে ৯ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টির কারণে ম্যাচটি ন্যূনতম ৬ ওভারও না হওয়ায় নিয়ম অনুযায়ী দর্শকদের টিকিটের অর্থ ফেরত দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
পড়ুন: বোর্ড পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বিসিবি
দেখুন: ‘নিপাহ ভাইরাসে এবার আক্রান্ত ১০ জনের ৭ জনই মা*রা গেছেন’ |
ইম/


