বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। এর ফল সরাসরি জনগণ ভোগ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর মানুষকে নিরাপদ বোধ করাতেই এ ব্যবস্থা বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষও।
সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন থেকে যে কোনো অপরাধে সরাসরি গ্রেপ্তার করতে পারবেন, দিতে পারবেন জামিনও।
শুধু তাই নয়, বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন। বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি ছাড়াও, সভা-সমাবেশ বন্ধে ব্যবস্থা নিতে পারবেন কর্মকর্তারা।
সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মানুষ।
জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই এ পদক্ষেপ বলে জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
এর সুফল ভোগ করবে জনগণ, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের বৃহত্তর স্বার্থে সীমিত সময়ের জন্য এই ক্ষমতা দেয়া।