আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২১ মার্চ) রাতে রাজধানীর রূপায়ন টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ নিন্দা জানান।
এসময় জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার দাবি করা হয় এনসিপির পক্ষ থেকে। একই সঙ্গে বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি তোলা হয়।
পাশাপাশি আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে সারাদেশে বিক্ষোভের ঘোষণা দেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
লিখিত বক্তব্যে নাহিদ বলেন, আওয়ামী লীগের দল মতাদর্শ ও মার্কার বিরুদ্ধে জনগণ ৩৬ জুলাই রায় জানিয়ে দিয়েছে।
