কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আলী আফজাল বলেছেন আমাদের শিক্ষার্থীরা আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিবাদী সরকারকে দূর করেছেন। যারা ক্ষমতায় আসে তারাই নিজেদের মত করে দেশ চালায়। তাই এখন যে সরকার আছে অবশ্যই দুটি বিষয় গুরুত্ব দিতে হবে ‘ বিচার এবং রাষ্ট্র সংস্কার। এগুলো ছাড়া নির্বাচন দিলে জাতির সঙ্গে বেইমানি করা হবে বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। এছাড়াও তিনি বিভিন্ন কৃষি উদ্যোক্তা এবং উন্নয়নের কথা তুলে ধরেন।
শনিবার (২ আগষ্ট) দুপুরে মাগুরা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় অংশ নেন কৃষি বিজ্ঞানী ড. মো. আলী আফজাল। তিনি মাগুরা প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবে রয়েছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পড়ুন: গণঅভ্যুত্থান করেছে জনগণ, কোন মাস্টারমাইন্ড ছিল না: ফরহাদ মজহার
দেখুন: আসছে গরমে তীব্র হবে বিদ্যুৎ সংকট!
ইম/


