১৪/০১/২০২৬, ৬:১২ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৬:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেইহাদী হত্যার বিচার নিশ্চিত করতে সচেষ্ট সরকার— মুন্সীগঞ্জে পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। তবে হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সর্বাত্মকভাবে সচেষ্ট রয়েছে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা চেষ্টা করছি হাদী হত্যার সঙ্গে জড়িতদের ফিরিয়ে আনতে। কিন্তু এখনো শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না আসামিরা কোথায় অবস্থান করছে। আমরা কিছু ইঙ্গিত পেয়েছি যে তারা সম্ভবত সীমান্ত পার হয়ে গেছে। যদি খুব সুনির্দিষ্ট কোনো জায়গা চিহ্নিত করা যেত, তাহলে নিশ্চিত করে বলা যেত তারা ভারতেই রয়েছে।

তিনি আরও বলেন, “হাদী হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে। দ্রুত বিচার কার্যক্রম শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সক্রিয় রয়েছে।

এর আগে শনিবার সকাল থেকেই মুন্সীগঞ্জে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা। সকাল ১১টার দিকে তিনি মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন ও সমসাময়িক বিষয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

পড়ুন: জাতীয় সমাজসেবা দিবসে ত্রিশালে শোভাযাত্রা

দেখুন: আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি বাংলাদেশ-ভারতের | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন