ইন্টারনেট সেবা প্রদানকারীদের জন্য বিটিআরসির জারিকৃত রেগুলেটরি এবং লাইসেন্স গাইডলাইনের বৈষম্যমুলক সাত এর ছয় ধারা বাতিলসহ বেশ কিছু দাবি জানিয়েছে বাংলাদেশ কেবল অপারেটর এসোসিয়েশন।
সংগঠনটি এসব দাবি জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি প্রদান করেছে। সংগঠনটি জানায়, লাইসেন্স গাইডলাইনের ৭ এর ৬ ধারার মাধ্যমে সারাদেশে কেবল অপারেটরদের সাংবিধানিক ও নৈতিক অধিকার হরণ করা হয়েছে।
অবিলম্বে বিটিআরসির জারি করা সকল কালো আইন প্রত্যাহারের দাবি জানান সংগঠনের সদস্যরা।