বিডিআর বিদ্রোহের দায় শেখ হাসিনা, আওয়ামী লীগের কিছু ব্যাক্তি ও প্রতিবশি একটি দেশের। অভিযোগ বিএনপির। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গুলশানে এক সংবাদ সম্মেলনে নৃশংস এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন দলের নেতারা।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তর বর্তমান বিজিবি। সকাল থেকেই শুরু গোলাগুলির শব্দে প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা।
সংগঠিত হয় দেশের ইতিহাসে নারকীয় এক হত্যাকাণ্ড। যেখানে বাহিনীটিতে কর্মরত ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।
২৬ ফেব্রুয়ারী বিদ্রোহ সামাল দেয় তৎকালীন সরকার। এরপর গঠিত হয় তদন্ত কমিটি।বিচারের মুখোমুখি করা হয় অসংখ্য আসামি।
কিন্তু বিএনপি প্রথম থেকেই এ হত্যাকান্ডের জন্য আওয়ামী লীগকেই দায়ী করে আসছিল। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আবারও এ ঘটনার তদন্ত দাবি করে দলটি।
অভিযোগ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী, তার দল আওয়ামী লীগ ও পাশের দেশের যোগসাজশে এই হত্যাকাণ্ড হয়েছে।
বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদন জাতির সামনে প্রকাশের আহ্বানও জানান নেতারা।