১৫/০১/২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিতর্কিতদের খুলনা ত্যাগ করা লাগতে পারে : মঞ্জু

খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‌”সমঝোতা প্রক্রিয়ার মধ্যে আমরা বলেছি- বিতর্কিত যারা পত্রিকার শিরোনাম হয়েছেন, তাদেরকে নির্বাচনের বাহিরে রাখতে হবে। তাদের কাউকে কাউকে খুলনা ত্যাগ করা লাগতে পারে সে জন্য আলোচনা চলছে। সে জন্য তিন প্রার্থী আমরা এক হয়ে ফাইনাল করবো নির্বাচনে নামার আগে। এখনও কিন্তু বিতর্কিত লোকজন এই প্রক্রিয়ার মধ্যে নেই।”

বিজ্ঞাপন

রোববার (২৩ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, এবারের নির্বাচনে তদবিরে মনোনয়ন হয়নি। গুণাবলী দিয়ে, ত্যাগ দিয়ে জনগণের প্রিয় ব্যক্তিকে দল মনোনয়ন দিয়েছে। তারপরও এখনো কিন্তু মনোনয়ন নিয়ে কাজ চলছে। কয়েকটি নির্বাচনে আমরা অংশ নিয়েছি। একটি নির্বাচনে দলের ২৯টি আসনের মধ্যে আমাকেও নির্বাচিত করেছিল অনেক কষ্টে। পরবর্তী ভোট ডাকাতির নির্বাচনগুলো আপনারা দেখেছেন। এই যাত্রায় যেন একটি অর্থবহ নির্বাচন হয়। উৎসবমূখর পরিবেশে নির্বাচন হয় এবং সকলের অংশগ্রহণে নির্বাচন হয়। ভোট ডাকাতি আমাদের যেন আর ডুবন্ত তরীর দিকে নিয়ে না যায়।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছুদিনের মধ্যেই ফিরবেন। বাংলাদেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশের জন্য নতুন পরিকল্পনা নিয়ে হাজির হবেন জাতির সামনে। নতুন বার্তা দিবেন। তরুণদের জন্য সেই বার্তা কতো সুন্দর গঠনমূলক সেটি আপনারা দেখতে পাবেন। নতুন অভিযাত্রায় প্রিয় নেতার নেতৃত্বে বাংলাদেশ পূনর্গঠনের কাজে আমরা যাত্রা শুরু করবো।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, এবার আমাদের নতুন পাওয়া আছে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায়ও নির্বাচনে অংশ নিচ্ছেন। ফ্যাসিবাদ তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, মহান রাব্বুল আলামিন তার জীবন রক্ষা করেছেন। জুলাই বিপ্লবের পরে তিনি কারামুক্ত হয়েছেন। এটা আমাদের জাতির জন্য বড় পাওয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়ান-ইলেভেনের ক্ষত নিয়ে ১৭ বছর বিদেশের মাটিতে নির্বাসনে ছিলেন। দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল তালিকা শক্তি ছিল তারেক রহমান। তিনি দূরে থেকেই বিএনপিকে পরিচালিত করেছেন। দূরে বসেই তিনি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। একটি বিরল ঘটনা বিদেশে বসে কিভাবে একটি দেশের গণতান্ত্রিক আন্দোলনকে সফলতার পথে নিয়ে যেতে পারে। নতুন অভিযাত্রায় স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করবেন।

সভায় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, বিএফইউজের সহকারি মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি রাশিদুল ইসলাম, মিজানুর রহমান মিল্টন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাফরউল্লাহ খান সাচ্চু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মাহাবুব কায়সার, অ্যাডভোকেট গোলাম মওলা, মেহেদী হাসান দীপু, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল প্রমুখ।

পড়ুন- দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

দেখুন- ট্রাম্পের পরিকল্পনায় কিয়েভ নয়, মস্কোর স্বার্থ বেশি গুরুত্ব পাচ্ছে |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন