পিরোজপুরের নেছারাবাদ (সরূপকাঠি) উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছিলেন বলে অভিযোগ আছে। তার কারণে সমর্থকরা বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে মনে করেন দলটির অনেক নেতাকর্মী।
দলটির কর্মীরা বলছেন, আওয়ামী শাসন আমলে হাজারা বিএনপির নেতাকর্মী গুম-খুন, ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হামলা হয়েছে। কিন্তু, ওয়াহিদ্জ্জুামান ওয়াহিদের নামে গত ১৫ বছরে কোন মামলা হামলা হয়নি।
এই বিষয়ে বিএনপি সমর্থক নেতা-কর্মীরা অভিযোগ করছেন মামলা না হওয়ার কারন তৎকালীন আওমীলীগ এমপি একেএম আউয়ালের সাথে সুসম্পর্ক। এমনকি এমপি আউয়ালকে সোনার তৈরী নৌকা উপহার দিয়ে ওয়াহিদুজ্জামান বাগিয়ে নিয়েছিলেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যানের আসন।
আওয়ামী লীগ মেয়র প্রার্থির সঙ্গে নির্বাচনী প্রচারণায় নেছারাবাদ (সরূপকাঠি) উপজেলা বিএনপির এই আহ্বায়কের ভূমিকা এবং তৎপরতা ছিল যেকোন আওয়ামী লীগ নেতাদের চেয়েও অধিক সরব এবং সক্রিয় বলেও জানান এলাকার সাধারণ মানুষ।
এখানেই থেমে থাকেননি ওয়াহিদ। ১৫ আগস্ট উপলক্ষ্যে আয়োজিত শোক সভায় অনুষ্ঠানে ওয়াহিদের বক্তব্য ছিল বিএনপির দলীয় আদর্শ, বিশ্বাস পরিপন্থী এবং আওয়ামীলীগ আদর্শের প্রতিচ্ছবি যোগ করেন বিএনপির ত্যাগী কর্মীরা। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলা শাখা এবং নেছারাবাদ উপজেলা শাখা ওয়াহিতদের বক্তব্যের তীব্র নিন্দা জানালেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিশ্চিত করা হয়নি।
আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কার্যক্রমে নেছারাবাদ উপজেলায় বিএনপির আহ্বায়ক ওয়াহিদ্জ্জুামান ওয়াহিদের ছিল সরব উপস্থিতি ও সক্রিয় সহযোগিতা ও সমর্থন। এই ক্ষোভ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক নেছারাবাদ বিএনপির এক নেতা বলেন ক্ষমতার পট পরিবর্তনের পরও থেমে নেই তার বিতর্কিত কর্মকান্ড।
এখন পুরোনা ফ্যাসিবাদের দোসরদের সাথে হাত মিলিয়ে বিএনপির ক্ষতি সাধনে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে নিরীহ মানুষের উপর হামলা চাঁদাবাজীর সাথে জড়িত অপরাধীদের দলীয় আশ্রয় দিচ্ছেন বলেও জানান ওই নেতা।
আওয়ামী লীগ শাসন আমলের অবৈধ সুবিধাভোগী এবং দুঃশাসনের সহযোগি নেতাকর্মীদের দলীয় আশ্রয় দেয়ার অভিযোগ করে জানান, এলাকাব্যাপী দলীয় ব্যানারে দখল দারিত্ব এবং মামলা হামলায় অগ্রণী ভূমিকা পালন করছে যে সকল অপরাধী তাদের প্রত্যেকে ওয়াহিদুজ্জামানের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদদপুষ্ট।
সংখ্যালঘু নির্যাতনে সরাসরি জড়িত স্বৈরাচারের দোসর অপরাধীরা ওয়াহিদুজ্জামান ওয়াহিদের ব্যানারে দলীয় প্রচারণা এবং কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিএনপির দলীয় ভাবমূর্তি নষ্ট করছে প্রতিনিয়ত যোগ করেন তিনি। দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য ওয়াহিদের শাস্তিও দাবী করেন নেছারাবাদ বিএনপির নেতাকর্মীরা।