21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

রাজধানীতে বিদেশী পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে রাজধানীর গুলশান থেকে বিদেশী পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম-সেন্টু  মিয়া (৪৮)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় গুলশান-১ এর ২৩নং রোড এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পায় যে, গুলশান-১ এর ২৩নং রোড এলাকার একটি বাড়িতে অবৈধ অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রধারী সেন্টু হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার নিকট থেকে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত সেন্টু মিয়ার বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছে।

গুলশান থানা সূত্রে আরো জানা যায়, স্থানীয় ডিস ও ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য অস্ত্রসহ ঘটনাস্থলে যায় সেন্টু মিয়া।  এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএ/

দেখুন: হয়েছিলেন মন্ত্রী-এমপি, অথচ তারা বিদেশী নাগরিক!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন