চাঁপাইনবাবগঞ্জে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে দুই দালালের বিরুদ্ধে। পাসপোর্ট ও অর্থ জমা দিয়েও আড়াই বছর ধরে ঝুলছে তিন শতাধিক যুবকের স্বপ্ন। দুই প্রতারক হাতিয়ে নিয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।
শহরের ধাপাপাড়া ও শংকরবাটি এলাকায় আলিশান দুটি বাড়ি। অভিযোগ উঠেছে বিদেশে নেওয়ার নামে প্রতারণা করে আলিশান বাড়িদুটি বানিয়েছে স্থানীয়ভাবে দালাল খ্যাত নবীন ও ইউসুফ।
তাদের ভরসায় টাকা ও পাসপোর্ট জমা দিয়ে, গত তিন বছরেও বিদেশ যেতে পারেননি অনেক যুবক। নিভতে বসেছে তাদের স্বপ্নের আলো।
বিষয়গুলো জানলেও, লিখিত কোন অভিযোগ না পাওয়া ব্যবস্থা নিতে পারেননি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা আছে প্রবাসী আয়ের, তাই প্রবাসীদের অবদানের কথা চিন্তা করে প্রতারণা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিবে প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের।
টিএ/