গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই হ্যাকারের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে বিপুল ইলেকট্রনিক সরঞ্জাম ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এই হ্যাকারদের বিরুদ্ধে এলাকার মানুষদের বরাদ্দ বয়স্ক, বিধবা ভাতাসহ বিভিন্ন দপ্তরের ভাতা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার গভীর রাত পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে মাসুম বিল্লাহ(২৫) ও একই গ্রামের নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া(৫০) গ্রেফতার করা হয়। এসময তাদের ঘর থেকে উদ্ধার করা হয় একটি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, অ্যান্ড্রয়েড, বাটন ফোন, ওয়াকিটকি, সিম কার্ড, পেনড্রাইভ, রাউটার, সিসিটিভি ক্যামেরা, টাকার গননা মেশিন সরঞ্জাম, মাদকসহ নগত ১১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
তারা দীর্ঘদীন থেকে হ্যাকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট নগদ,বিকাশ, রকেটের মাধ্যমে, অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা সহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের এ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বহুদিন ধরে একটি গোষ্ঠী গোবিন্দগঞ্জ এলাকায় সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এরা সমাজসেবার বয়স্ক ও বিধবা ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এই দুই হ্যাকার চিহ্নিত সাইবার অপরাধী। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পড়ুন : এমপিও জালিয়াতির চেষ্টায় ৪ মাদ্রাসার প্রধানদের কারণ দর্শানোর নোটিশ


