১৪/০১/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিবেক ও মনুষ্যত্ব ছাড়া শিক্ষা অর্থহীন: কেএইচএস ৮৩ ব্যাচ পুনর্মিলনীতে রকিবুল ইসলাম বকুল

খুলনা নগরীর চরেরহাট খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কেএইচএস–১৯৮৩ (KHS-1983) ব্যাচের পুনর্মিলনী। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে দীর্ঘদিন পর সহপাঠীদের এই মিলনমেলা পরিণত হয় আবেগঘন স্মৃতিচারণের এক অনন্য উৎসবে।
অনুষ্ঠানে অংশ নেন ওই ব্যাচের শিক্ষার্থী, কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি পুরনো বন্ধুদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের পারিবারিক খোঁজখবর নেন এবং শৈশব-কৈশোরের নানা স্মৃতি রোমন্থন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রকিবুল ইসলাম বকুল শিক্ষার সঙ্গে বিবেক ও মনুষ্যত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “মানুষের মধ্যে যদি বিবেক না থাকে, তবে সেই শিক্ষা কোনো কাজে আসে না। কলমে কালি না থাকলে যেমন লেখার কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি বিবেকহীন মানুষ যত বড় ডিগ্রিই অর্জন করুক, তা সমাজ ও মানুষের উপকারে আসে না।”

তিনি আরও বলেন, “শুধু সার্টিফিকেট অর্জনই প্রকৃত শিক্ষা নয়। আমাদের আচার-আচরণ ও কাজের মাধ্যমে সমাজের কল্যাণ নিশ্চিত করতে হবে। আজকের এই পুনর্মিলনী আমাদের পুরনো দিনের ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধকে নতুন করে জাগ্রত করার সুযোগ করে দিয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৩ ব্যাচের শিক্ষার্থী ও হ্যামকো গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, মোহাম্মদ ইউনুছ আলী, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম মাতব্বর, রনি কাজী, শওকত হোসেন ও আজিজুল হাসান মিন্টুসহ ব্যাচের অন্যান্য সদস্যরা।

এছাড়া স্মৃতিচারণমূলক এই আয়োজনে অংশ নেন গাজী সিরাজুল ইসলাম, মনি কাজী, সাইফুল ইসলাম, আনিসুর রহমান, গাজীপুর শেখ জুবায়ের, মোহাম্মদ জাকির হোসেন, আবু বক্কর মোল্লা, আবুল কালাম, জাকির হোসেন, সমীর দত্ত, মাধব কুমার দাস, ইন্দ্রজিৎ কুমার, কৃষ্ণ চন্দ্র পাল, সোহরাব মল্লিক, রফিকুর রহমান, মঞ্জুর ইকবাল টিটু ও আব্দুস সাত্তারসহ আরও অনেকে।

দিনব্যাপী এই পুনর্মিলনীতে ছিল স্মৃতিচারণ, প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘ বছর পর একসঙ্গে মিলিত হয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন ৮৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।

এদিকে একই দিনে নগরীর খালিশপুরের দুর্বার সংঘ ক্লাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায়ও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করতে প্রার্থী ও নাগরিক সমাজের অঙ্গীকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন