যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (১৪ মার্চ) আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানে ক্রুসহ ১৭৮ জন যাত্রী ছিলেন, যাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বিমানে আগুন লাগার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে বিমানের ডানার ওপর চলে আসেন, এবং এ সময় বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অগ্নিকাণ্ডের পর ১২ জন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

প্রতিবেদনের অনুযায়ী, বিমানে আগুন লাগার পর বিমানটি ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস থেকে ডালাস ফোর্ট ওয়ার্থ উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু বিমানটির দিকে ইঞ্জিন-সম্পর্কিত সমস্যা দেখা দেয় এবং এরপর তা ডেনভারে ঘুরিয়ে দেওয়া হয়।
বিমান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের ক্রু সদস্যদের সহায়তায় দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা করা হয়েছে এবং বিমান থেকে সব যাত্রী নিরাপদে নেমে টার্মিনালে স্থানান্তরিত হয়েছেন।”

এদিকে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে যে, বিমানের ইঞ্জিনে আগুন লাগার কারণ এখনও পরিষ্কার নয়, তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া ডেনভার বিমানবন্দরের একটি পোস্টে জানানো হয়েছে, হাসপাতালে নেওয়া ১২ জন যাত্রীর আঘাত গুরুতর নয় এবং তারা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।
পড়ুন: ‘নীরব এলাকা’ সরবেই বাজছে হর্ন
দেখুন: পেটে ‘৫ হাজার ইয়াবা’ নিয়ে কক্সবাজারগ্রেফতার দুই বোন |
ইম/