বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ফের চালু হয়েছে। প্রায় তিনমাস বন্ধ থাকার পর রবিবার থেকে এ রুটে ফ্লাইট চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সিলেটের যুক্তরাজ্য প্রবাসীরা।বিমান কর্তৃপক্ষ জানায়, সপ্তাহে দুদিন সিলেট থেকে ম্যানচেস্টার এবং দুদিন ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইট চলবে।
জানা যায়, ২০২০ সাল থেকে সিলেট-ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথম কয়েক বছর সপ্তাহে তিনটি করে ফ্লাইট চলছিল। কিন্তু গত বছর অক্টোবর থেকে একটি ফ্লাইট কমিয়ে দেওয়া হয়। তারপর গত এপ্রিল থেকে এ রুটে টিকিট বুকিং বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় সিলেট ম্যানচেস্টার ফ্লাইট। ক্ষোভ দেখা দেয় প্রবাসীদের মধ্যে। ফ্লাইট চালুর ব্যাপারে সিলেট এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহরে আন্দোলন শুরু হয়।
তবে বিমান কর্তৃপক্ষ তখনই জানিয়ে দেয়, হজ্জ্ব ফ্লাইটের কারণে ম্যানচেস্টার ফ্লাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। সে বিরতি শেষে রবিবার থেকে আবার চালু হয়েছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট।
বিমানের সিলেট স্টেশনের ম্যানেজার শাকিল আহমদ জানান, ১৯৩ জন যাত্রী নিয়ে রবিবার সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু হয়েছে। সপ্তাহে রবি ও মঙ্গলবার ম্যানচেস্টারের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে আর সোম ও বুধবার যাত্রী নিয়ে সিলেট আসবে।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ এ প্রসঙ্গে বলেন, হজ ফ্লাইটের বিরতি শেষে সিলেট ম্যানচেস্টার ফ্লাইট চালু হয়েছে। এখন থেকে এ রুটে নিয়মিত ফ্লাইট চলবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

