19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বিয়ের জন্য পাত্র খুঁজছেন নুসরাত ফারিয়া

এবার ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বিয়ের জন্য পাত্র খুঁজছেন। তিনি দেশের পাশাপাশি কাজ করেন ভারতের পশ্চিমবঙ্গেও।

দুই বছর ধরে সিঙ্গেল আছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। নতুন সম্পর্কে যেতে বেশি সময় নেবেন না নুসরাত ফারিয়া। মনের মতো কাউকে পেলে খুব দ্রুত নতুন সম্পর্কে জড়াবেন তিনি। এবার তিনি গণমাধ্যমে বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন তাও জানালেন।

অভিনেত্রীর বলেছেন, ‘সামনে নতুন যে আসবে তাকে অবশ্যই আমার থেকে শিক্ষিত হতে হবে। স্মার্ট ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে হবে। ব্যক্তিত্ব থাকাটা খুবই জরুরি। তাকে নারীদের সম্মান করতে জানতে হবে। কিছু বলার আগেই আমার চোখের ইশারায় সব কিছু বুঝে নেবে। এমন একজন মানুষ চাই।’

২০২০ সালের মার্চে পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা। প্রায় ১০ বছর প্রেম করার পর রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটিবদল করেন তিনি। কিন্তু বছরখানেক পর এই অভিনেত্রী জানান, রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না। তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে। এরপর থেকে তিনি সিঙ্গেলই রয়েছেন। গত দুই বছরেও নতুন কোনো সম্পর্কে জড়াননি এই নায়িকা।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রনির সঙ্গে বিচ্ছেদের কারণ জানিয়েছেন নুসরাত ফারিয়া।

ফারিয়া বলেন, ‘দীর্ঘ ১০ বছর প্রেম করেছি। তবে শেষদিকে ভালোবাসা ছিল না সম্পর্কে। দুজনের কেউই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করিনি। আমি ভালো আছি। তিনি নতুন জীবন শুরু করেছেন। এখন সুন্দর পরিবার আছে।’

নুসরাত ফারিয়াকে সবশেষ দেখা গেছে ‘আবারও বিবাহ অভিযান’ সিনেমায়। টলিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা।

এনএ/

আরও পড়ুন: মায়ের বিয়ে খেতে চায় বাঁধন কন্যা সায়রা

দেখুন: নয় বছর এক সাথে বিয়েটা হল না কেন?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন