19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বিয়ে করলেন হাসনাত আবদুল্লাহ, জানালেন সারজিস

‘আসিফ মাহমুদের গায়ে হলুদ ও সারজিস আলমের বিয়ে’ নিয়ে ফেসবুকে নাটকীয়তার পর জানা গেল, বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হাসনাতের নতুন পথচলায় শুভেচ্ছা জানিয়েছেন সারজিস আলম।

গতকাল শুক্রবার রাতে হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘শুনলাম আজ রাতে আসিফ মাহমুদের গায়ে হলুদ, মো. সারজিস আলমের বিয়ে আর নাহিদ ইসলামের মেজো ছেলের সুন্নতে খৎনা।’ এরপর আজ জানা গেল বিয়েটা তিনিই করেছেন।

সারজিস আলম হাসনাত আব্দুল্লাহর সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন, আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত। তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করছো।

সারজিস আরও লিখেছেন, দাম্পত্য জীবন সুখের হোক। আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন।

হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন