১৩/০১/২০২৬, ১৩:৪১ অপরাহ্ণ
24 C
Dhaka
১৩/০১/২০২৬, ১৩:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিয়ে করলেন ‘শিরোনামহীন’-এর ভোকালিস্ট শেখ ইশতিয়াক

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন-এর ভোকালিস্ট শেখ ইশতিয়াক। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রিসোর্টে পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সম্পন্ন হয় তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা।

বিজ্ঞাপন

এই বিশেষ আয়োজনে সংগীতাঙ্গনের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয়—নিজের বিয়েতেই পারফর্ম করেছে ব্যান্ড শিরোনামহীন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মঞ্চে ব্যান্ডের পারফরম্যান্স চলাকালে ইশতিয়াকের পাশে দাঁড়িয়ে আছেন তাঁর নববধূ। দু’জনকেই দেখা যায় আনন্দ ও হাসিতে ভরপুর।রোববার (১১ জানুয়ারি) সামাজিকমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে ইশতিয়াক লেখেন, ‘আলহামদুলিল্লাহ। গতকাল আমরা একসঙ্গে নতুন যাত্রা শুরু করেছি। দয়া করে আমাদের প্রার্থনায় রাখবেন। আল্লাহ যেন আমাদের বিয়েকে ভালোবাসা, ধৈর্য ও বোঝাপড়ার আশীর্বাদে ভরে দেন। আমরা যেন বিশ্বাস ও মায়া নিয়ে একসঙ্গে বেড়ে উঠতে পারি।’

তবে নববধূর পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি এই শিল্পী।

এর আগে শনিবার সন্ধ্যায় ব্যান্ড শিরোনামহীন-এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ইশতিয়াকের বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সেখানে লেখা হয়, ‘হ্যালো! আজ আমরা একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছি। ঠিকই শুনেছেন—আজ আমাদের শেখ ইশতিয়াকের বিয়ে। তাঁর জীবনের এই নতুন ইনিংসের জন্য সবার কাছে দোয়া চাইছি।’

উল্লেখ্য, একক শিল্পী হিসেবে সংগীতজীবন শুরু করেন শেখ ইশতিয়াক। ২০১৭ সালে তিনি ব্যান্ড শিরোনামহীনে যোগ দেন। বর্তমান ভোকালিস্ট হিসেবে অল্প সময়েই শ্রোতাদের মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। তাঁর কণ্ঠে গাওয়া ‘এই অবেলায়’ গানটি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। সম্প্রতি প্রকাশিত এর সিক্যুয়েল ‘এই অবেলায় ২’ নিয়েও প্রশংসা পাচ্ছে ব্যান্ডটি।

পড়ুন: ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

দেখুন: ’বড় ভূমিকম্পের আগাম বার্তা শুক্রবারের ভূমিকম্প

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন