বিশ্বকাপের আগে ভাবনার নাম বাংলাদেশের টপ অর্ডারের ব্যার্থতা। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় জয় পেলেও আলো ছড়াতে পারেননি লিটন-শান্তরা। অলরাউন্ডার রিশাদ হোসেন জানালেন, বিশ্বকাপের প্রস্তুতির জন্য দরকার আরো ভালো ক্রিকেট খেলা।
জিম্বাবুয়ে সিরিজটাকে ধরা হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। তবে সহজ প্রতিপক্ষের বিপক্ষে প্রথম পরিক্ষাটাই সন্তোসজনক নয় টাইগারদের। বরাবরের মত কাঠগড়ায় বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং।
চারটি জুটির মধ্যে একটি ছাড়া বাকিগুলো টি-টোয়েন্টি সুলভ নয়। ওপেনিংয়ে লিটন দাস-তানজীদের জুটি থেকে আসে ৩৫ বলে ৪১ রান। ১৯ বলে তানজীদ ১৮ রান করে ফিরলে ভাঙে জুটি।
বাংলাদেশের টপ অর্ডারের ব্যার্থতা নিয়ে রিশাদ জানালেন, বিশ্বকাপের আগে আরো ভালো ব্যাটিং করার। কম রান তাড়াতেও চাপে পরতে হয়েছে স্বাগতিকদের। পরে এর ব্যাখ্যাও দেন এই অলরাউন্ডার।
জিম্বাবুয়ের বিপক্ষে চাপহীন এমন ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ অস্বস্তির। বিশ্বকাপে যেটা চিন্তার বিষয় লাল সবুজদের।