আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার এইটের লড়াই। প্রথম ম্যাচে রাত সাড়ে আটটায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে আগামীকাল ভোর সাড়ে ছয়টায় ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে।
এবারের বিশ্বকাপে সুপার এইটের প্রথম গ্রুপ থেকে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ। দ্বিতীয় গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
যার লড়াই শুরু হচ্ছে আজ থেকে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে দুর্দান্ত খেলছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে তারা হারিয়েছে পাকিস্তানের মত শক্তিশালি দলকে।
দক্ষিণ আফ্রিকাও রয়েছে দারুণ ছন্দে। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে শীর্ষ দল হিসেবেই পা রাখে সুপার এইটে। তাই শেষ আটের লড়াইটা ভালোই জমবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
সুপার এইটের দ্বিতীয় আগামীকাল সকাল সাড়ে ছয়টায় মুখোমুখি হবে আরেক স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ। তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড।
গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিতেই জয় ক্যারিবীয়দের। নিজেদের সবশেষ ম্যাচে আফগানদের রীতীমত উড়িয়ে দিয়েছে বিশ্বকাপের আয়োজক দেশটি। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি পাননি নিকোলাস পুরান। আর ইংলিশদের কিছু চাপে রয়েছে। তবে সুপার এইটের লড়াইয়ে ভালো ক্রিকেট খেলতে চাইবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।