টি টোয়েন্টি বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্কটল্যান্ড। কিংস্টন ওভালে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করনে এই প্রথম বার মুখোমুখি হচ্ছে এই দুই দল। শক্তিমত্তার বিচারে ইংল্যান্ড এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বিতামুলক ক্রিকেট খেলে অভ্যস্ত স্কটিশরা।
টি টোয়েন্টির এই মেগা আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই মাইটি দলটার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে হবে স্কটিশদের। এই আসরেই শুধু প্রথম নয়, আর কখনোই ইংল্যান্ডের বিপক্ষে এই ফরম্যাটে দেখা হয়নি স্কটিশদের।
কিংস্টন ওভালে ইংলিশদের পরিসংখ্যান বেশ ভালো। এই মাঠে দ্বিতীয় সর্বোচ্চ ২০৪ রানের রেকর্ডটা ইংল্যান্ডের দখলে। শুধু তাই নয় সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটাও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দখলে। তাই এই ম্যাচ শুরুর আগে বেশ নির্ভার বাটলারের দল।
স্কটল্যান্ডকে সবচেয়ে বড় পরীক্ষাটা দিতে হবে ইংলিশ পেসারদের বিপক্ষে। জোফরা আর্চার, মার্ক উড, টপলিরা একাই ধসিয়ে দিতে পারে স্কটিশেদের ব্যাটিং লাইন আপ।
তবে টি টোয়েন্টির সবশেষ আসরে চমক দেখিয়েছে স্কটল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়ে ওদেরকে আসর থেকে ছিটকে দিয়েছিল স্কটিশরা। আজকের ম্যাচে মাঠে নামার আগে সেই সুখস্মৃতি সঙ্গে করে মাঠে নামবে স্কটল্যান্ড।
আরেক ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ডালাসে রাত সাড়ে ৯টায় মাঠে নামবে নেপাল।