বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে না মেহেদি হাসান মিরাজের। সেই গুঞ্জনই চলছে চারদিকে। পারফরম্যান্স বিবেচনায় মিরাজের জায়গায় দলে প্রায় নিশ্চিত স্পিন অলরাউন্ডার শেখ মেহেদি। নির্বাচক হান্নান সরকারও জানিয়েছেন, বিসিবির পরিকল্পনায় আপাতত মিরাজের নাম নেই।
১ মের মধ্যে আইসিসিতে জমা দিতে হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড। এরই মধ্যে দলে কারা থাকবে আর কারা থাকবে না, তা চূড়ান্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ফিটনেস বিবেচনায় দল থেকে বাদ পড়ছেন শামীম হোসেন পাটোয়ারী। বারবার সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে না পারায়, দলে থাকার সম্ভাবনা নেই ওপেনার এনামুল হক বিজয়ের। আরেক ওপেনার নাঈম শেখ ও স্পিনার তাইজুল ইসলামেরও দলে থাকার সুযোগ খুব একটা নেই। শান্তর নেতৃত্বে দলে থাকা অনেকটাই নিশ্চিত তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের। দলে ফেরার সম্ভাবনা আছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের।