সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক অসহায় বৃদ্ধা নারীর বসতবাড়ি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি ও ব্যাপক গাছপালা কেটে তাণ্ডব চালানোর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর প্রশাসন তদন্তের আশ্বাস দিলেও অভিযুক্তদের গাছ কাটার তৎপরতা বন্ধ না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ফুলমালা বেগম (৭০) বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আফতাব আলীর স্ত্রী। তাঁর সন্তানরা সবাই প্রবাসে অবস্থান করায় দীর্ঘদিন ধরে তিনি একাকী নিজ বসতবাড়িতে বসবাস করে আসছেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে প্রতিবেশী আজিজুর রহমান, নজির উদ্দিন, ইব্রাহিম আলী, আবুল কালামসহ অজ্ঞাতনামা আরও ৫০–৬০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে ফুলমালা বেগমের বসতবাড়িতে হামলা চালায়। তারা জোরপূর্বক বাড়িতে প্রবেশের চেষ্টা করে এবং গেইট খুলে বাইরে না এলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
একপর্যায়ে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে বাড়ির আঙিনা ও আশপাশের এলাকায় থাকা কয়েটশত ফলদ ও বনজ গাছ নির্বিচারে কেটে ফেলে। এতে বৃদ্ধা নারীর কয়েক লক্ষাধিক টাকার ক্ষতির পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়েছে।
অভিযোগ রয়েছে, ঘটনার পর বিশ্বনাথ থানার এসআই জহির দুইদিন ঘটনাস্থল পরিদর্শন করলেও গাছ কাটার কাজ দুইদিন চলমান ছিল। এতে ভুক্তভোগী বৃদ্ধা নারী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এ দিকে অভিযোক্ত আজিজুর রহমান বলেন আমি মামলার রায় পেয়েছি । আমার জায়গা আমার গাছ আমি কাটছি। বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন,
“ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।”
এদিকে স্থানীয় প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান,
“বৃদ্ধা নারী ও তার সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অবৈধভাবে গাছ কাটার বিষয়টি পরিবেশ ও সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, একজন অসহায় বৃদ্ধা নারী একা থাকার সুযোগ নিয়ে এভাবে হামলা ও তাণ্ডব চালানো অত্যন্ত ন্যক্কারজনক ও মানবতাবিরোধী কাজ।
পড়ুন- দিনাজপুর-২ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক
দেখুন- নির্বাচন চায় না এমন একটি গোষ্টীকে জনগণ সন্দেহ করে: আমির খসরু


