25 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিশ্বের প্রথম ক্যানসারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

বিশ্বে প্রথমবারের মতো ক্যানসারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছেন চিকিৎসকরা। বিজ্ঞানীরা আশার আলো দেখাচ্ছেন যে আর কোনও প্রাণ যাবে না ক্যানসারে। গবেষকরা জানান, টিকাটি মূলত ফুসফুস ক্যানসারের রোগীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। যাকে বলা হচ্ছে, এমআরএন টিকা। এছাড়াও, বিশেষজ্ঞরা বলছেন, হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর ‘যুগান্তকারী’ সম্ভাবনা রয়েছে এ টিকার।

গবেষকরা জানান, টিকাটি মূলত ফুসফুস ক্যানসারের রোগীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। বিশ্বে সবচেয়ে বেশি ক্যানসারে মারা যায় ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীরা। প্রতি বছর প্রায় ১৮ লাখ মানুষ মারা যায় এই ক্যানসারে।

গবেষকরা জানান, তারা পরীক্ষামূলকভাবে যে টিকা দিচ্ছেন, সেটি ক্যানসার কোষকে আক্রমণ করবে এবং এর ফিরে আসাও প্রতিরোধ করবে। গবেষকরা আরও জানান, এই টিকার লক্ষ্য, ক্যানসারের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলা। বহুল আলোচিত এই টিকার নাম দেওয়া হয়েছে বিএনটি১১৬। জার্মান ওষুধ প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক এটি তৈরি করছে।

বিএনটি১১৬-এর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, হাঙ্গেরি, পোল্যান্ড, স্পেন ও তুরস্কের রোগীকে টিকা দেওয়া হচ্ছে। জানা গেছে, ক্যানসারের প্রথম ধাপ থেকে সার্জারি বা রেডিওথেরাপি এবং চূড়ান্ত পর্যায়ের ১৩০ জন রোগীকে ইমিউনোথেরাপির সঙ্গে এই টিকা দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন