21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পী টেইলর সুইফট

মার্কিন পপ তারকা টেইলর সুইফটের তারকা খ্যাতি বিশ্বজুড়ে। তিনি সংগীত দিয়ে গড়ে যাচ্ছেন একের পর এক ইতিহাস। এবার টেইলরের নাম এলো বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পীর কাতারে।

তিনি বিশ্বের সবচেয়ে ধনী গায়িকার স্বীকৃতি পেতে যাচ্ছেন। এ মুহূর্তে তার সম্পদের দাম প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার কোটি টাকা। তার আগে পপ তারকা রিহানা ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা। রিহানার সম্পদের পরিমাণ ছিল ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। এবার সম্পদের দিক থেকে রিহানাকে পেছেনে ফেলেছেন টেইলর।

ফোর্বস ম্যাগাজিনের একটি সূত্র বলছে, সুইফটের সম্পদের সবশেষ হালনাগাদ তথ্য প্রকাশ করলে তিনিই সবচেয়ে সম্পদশালী নারী কণ্ঠশিল্পী হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাবেন।

ফোর্বসের মতে, সুইফটের সম্পদের ৬০০ মিলিয়ন আসে কনসার্ট এবং গানের সম্মানী থেকে, ৬০০ মিলিয়ন আসে তার মিউজিক লাইব্রেরি থেকে। অন্যদিকে ১২৫ মিলিয়ন আসে তার রিয়েল এস্টেট ব্যবসা থেকে। সুইফট ২০২৩ সালে স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই থেকে পেয়েছেন ১০০ মিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন