22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বিশ্বে ৮৫ শতাংশ সাংবাদিক হত্যার বিচার হয়নি: ইউনেস্কো

সারা বিশ্বে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা আজও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০০৬ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ১ হাজার ৭০০ জনেরও বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলেও, এদের মধ্যে এখনো ৮৫ শতাংশ সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি।

গতকাল শনিবার (২ নভেম্বর) জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর প্রকাশিত এক প্রতিবেদনে এই মানবিক সংকটের বিচারহীনতার দিকটি তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ সালে প্রতি চার দিনে একজন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই সংঘাত, দুর্নীতি ও অপরাধের প্রতিবেদন করতে গিয়ে প্রাণ হারান। নারী সাংবাদিকদের ঝুঁকিও বিশেষভাবে উল্লেখযোগ্য ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ১৪ জন নারী সাংবাদিক সহিংসতার শিকার হয়েছেন।

এতে আরও বলা হয়, নারী সাংবাদিকরা বিশেষত যৌন হয়রানি ও সহিংসতার মুখোমুখি হচ্ছেন, যা পেশাগত ঝুঁকি বাড়িয়ে তুলছে। এই বিচারহীনতা মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতি চরম হুমকি।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রি আজুলে বলেন, ‘সাংবাদিক হত্যার বিচার না হলে আইনের শাসনের ওপর আস্থা কমে যায় এবং বাকস্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়।’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাংবাদিকদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গাজা যুদ্ধে সাংবাদিক মৃত্যুর সংখ্যা বিপজ্জনকভাবে বেড়েছে। এটি প্রমাণ করে, সাংবাদিকদের পেশাগত জীবন এখনো ঝুঁকিতে।’

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন