19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে হোটেল সায়মনের নানা আয়োজন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে পাঁচ তারকা মানের হোটেল সাইমন। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় পর্যটন দিবসের র‍্যালি, রক্তদান কর্মসূচি এবং সৈকতের বালিয়াডিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।

দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। পরে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়। এতে অংশগ্রহণ করেন সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দক্ষিণ এশিয়ার সেরা হোটেল ম্যানেজার নির্বাচিত হওয়ায় ম্যানেজার পুবুদু ফার্নান্দেজকে কক্সবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কক্সবাজার প্রেস ক্লাবের সহ সভাপতি জিএএম আশেক উল্লাহ। সাইমন হোটেলের পক্ষ থেকে কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন হোটেল সাইমনের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন হোটেল সাইমনের ফুড এন্ড বেভারেজ ম্যানেজার ইমরান হোসাইন শেফ এক্সিকিউটিভ প্যাট্রিক্স গোমেজ, ম্যানেজার সারোয়ার আলম, এক্সিকিউটিভ হাউজকিপার বেলাল হোসেন,এইচআর এডমিন মোরসালিন চৌধুরী,অপারেশন ম্যানেজার (সাইমন হেরিটেজ) কামরুল হাসানসহ কক্সবাজার প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন