নরসিংদী প্রতিনিধি : “Tourism and Sustainable Transformation” তথা টেকসই উন্নয়নে পর্যটন— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপন করেছে নরসিংদী জেলা প্রশাসন। এ উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারের আয়োজন করা হয়। জেলা প্রশাসক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, পর্যটন শিল্প একটি দেশের অর্থনীতি, সংস্কৃতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নরসিংদীর সম্ভাবনাময় পর্যটন স্পটগুলোকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিনসহ আরও অনেকে।
পড়ুন: নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
এস/


