পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে পিরোজপুরে জাকের পার্টির আঞ্চলিক মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা স্কাউট ভবন মিলনায়তনে জেলা জাকের পার্টি ও এর সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি পিরোজপুর জেলা সভাপতি আব্দুল কুদ্দুস শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি হিন্দুভক্ত ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চন্দ্র শেখর লিটু, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট বরিশাল বিভাগের সভাপতি আরিফুল ইসলাম হেদায়েত, জাকের পার্টি পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক জামান মৃধা, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট পিরোজপুর জেলা সভাপতি ফরহাদ আহম্মেদ এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টি পিরোজপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম তালুকদার।
সভায় বক্তারা বলেন, মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ইসলামের শিক্ষা ও সুন্নাহভিত্তিক আদর্শ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ সময় বিশ্ব উরস শরীফের তাৎপর্য ও ইসলামের শান্তির বাণী তুলে ধরা হয়। বিশ্ব উরস শরীফ আমাদের শিক্ষা দেয় হিংসা নয়, ভালোবাসা; বিভেদ নয়, ঐক্য; অন্যায় নয়, ন্যায়ের পথে চলতে। মহান আল্লাহর প্রিয় বান্দাদের জীবন থেকে আমরা যে শিক্ষা পাই, তা বাস্তব জীবনে প্রয়োগ করলেই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পড়ুন- তারেক রহমানের প্রত্যাবর্তন:ঢাকায় যাবে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির ২০ হাজার নেতাকর্মী


