২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। প্রথমবার প্রিলিতে অংশ নিতে যাওয়া প্রার্থীরা শেষ সময়ের প্রস্তুতি ও পরীক্ষা হলের গুরুত্বপূর্ণ করণীয় জেনে নিন।
১. রিভিশনেই জোর দিন
এতদিন যা পড়েছেন, সেগুলোই গুছিয়ে বারবার রিভিশন দিন। খুব জরুরি না হলে নতুন কোনো বিষয় পড়তে যাবেন না। অতিসাম্প্রতিক তথ্য সাধারণত প্রিলিমিনারিতে আসে না।
২. নিয়মিত মডেল টেস্ট
পরীক্ষার আগের এক সপ্তাহে বাসায় সময় ধরে অন্তত ১০টি মডেল টেস্ট দিন। ভালো মানের বই বা অনলাইন অ্যাপ বেছে নিন। মডেল টেস্টে নম্বর যদি ১২০–১৩০-এর নিচে থাকে, তাহলে দুর্বল জায়গায় কাজ করুন।
৩. সময় বণ্টনের কৌশল
বাসার পরিবেশ আর পরীক্ষার হল এক নয়। তাই ঘরে বসেই ১ দশমিক ৫ ঘণ্টার মধ্যে মডেল টেস্ট শেষ করার অভ্যাস করুন। কোন বিষয়ে কত সময় দেবেন, তা আগেই ঠিক করে নিন।
৪. উত্তর দেওয়ার সিকোয়েন্স ঠিক করুন
মানসিক চাপ কম রাখতে সাধারণ জ্ঞান বা বাংলা দিয়ে শুরু করা ভালো। শেষে ইংরেজি ও গণিত রাখুন। সম্ভাব্য সিকোয়েন্স হতে পারে—সাধারণ জ্ঞান, বাংলা, বিজ্ঞান, ইংরেজি ও গণিত।
৫. নেগেটিভ মার্কিং কমান
মডেল টেস্টের মাধ্যমে কোন ধরনের প্রশ্নে নেগেটিভ মার্কিং হচ্ছে, তা চিহ্নিত করুন। কনফিউজড প্রশ্ন পরীক্ষার হলে এড়িয়ে চলার অভ্যাস গড়ে তুলুন।৬. ভালো প্রস্তুতি সত্ত্বেও ব্যর্থতা
ভালো প্রস্তুতি নিয়েও প্রিলিমিনারির ফল আশানুরূপ নাও হতে পারে। তবে একই সমস্যা বারবার হলে প্রস্তুতির পদ্ধতি, রিভিশন, সময় ব্যবস্থাপনা বা নেগেটিভ মার্কিং—কোথায় ঘাটতি হচ্ছে, তা বিশ্লেষণ করা জরুরি।
৭. সুস্থতা ও আত্মবিশ্বাস
শেষ সময়ে শারীরিক ও মানসিক সুস্থতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরীক্ষার চাপ থেকে অনিদ্রা বা ‘সব ভুলে গেছি’—এমন অনুভূতি স্বাভাবিক। পর্যাপ্ত ঘুমান, চাপমুক্ত থাকুন।
৮. পরীক্ষার আগের প্রস্তুতি
যে কলমে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেই ব্র্যান্ডের কয়েকটি কলম আগে থেকেই প্রস্তুত রাখুন। একাধিক অ্যাডমিট কার্ড প্রিন্ট করে রাখুন। পরীক্ষার হলে নিষিদ্ধ কোনো সামগ্রী সঙ্গে নেবেন না।
৯. পরীক্ষার দিন সতর্কতা
ওএমআর শিটে সব তথ্য নির্ভুলভাবে পূরণ করুন। প্রশ্নপত্র ও উত্তরপত্রের সেট কোড মিলিয়ে নিন। প্রশ্নের অপশন বিন্যাস ভালোভাবে খেয়াল করুন।
১০. শেষ কথা
বিসিএস প্রিলিমিনারিতে টিকে থাকতে সব বিষয়ে সমান দক্ষ হওয়া জরুরি নয়। দুর্বলতাকে ভয় না পেয়ে নিজের শক্ত দিক কাজে লাগান। পরিসংখ্যান অনুযায়ী প্রিলিতে ১৩০–১৪০ নম্বর নিশ্চিত করতে পারলেই লিখিত পরীক্ষার সুযোগ পাওয়া সম্ভব।
পড়ুন: জেলেনস্কিকে ‘ক্লাউন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
দেখুন: বানিয়ে ফেললো ইরান, শুধু ঘোষণার অপেক্ষা!
ইম/


