26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

বিসিবিতে দুর্নীতির স্থান হবে না: ফারুক আহমেদ

বিসিবিতে আর কোন দুর্নীতি বা অনিয়ম করা যাবেনা। কাজ হবে শুধুই ক্রিকেটের উন্নয়নে। দায়িত্ব গ্রহণের পর এমনটাই জানিয়েছেন, নতুন সভাপতি ফারুক আহমেদ। দল হিসেবে বাংলাদেশকে আরো উচু স্থানে নেয়ার কথাও জানান বিসিবির সভাপতি।

এর আগে আজ বুধবার (২১ আগস্ট) নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর তার জায়গায় নতুন সভাপতি করা হয়েছে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে।

বাংলাদেশের ক্রিকেটে নাজমুল হাসান পাপনের এক যুগের রাজত্ব শেষ হয়েছে। নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ছিলেন তিনি। সাবেক অধিনায়কদের মধ্যে তিনিই প্রথম ক্রিকেট বোর্ডের সভাপতি পদে অধিষ্ঠিত হলেন।

দায়িত্ব গ্রহনের পর মিরপুরের শেরে বাংলায় সংবাদ সম্মেলনে আসেন নতুন সভাপতি। জানান, ক্রিকেটের এই প্রতিষ্ঠানে আর কোন অনিয়মের সুযোগ থাকবেনা।

ক্রিকেটের উন্নয়নে যা যা করা দরকার এখন থেকে সেগুলোই করা হবে জানান ফারুক আহমেদ।

এছাড়া জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের থাকা না থাকাট ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানান বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।

অন্যদিকে পরিচালকের দায়িত্ব পাওয়া নাজমুল আবেদীন ফাহিম জানান, নিজের সব মেধা দিয়ে কাজ করতে চান বিসিবিতে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন