১৫/০১/২০২৬, ১৩:৪৮ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৩:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বৃত্তি পরীক্ষায় ১ম হলো লালমনিরহাটের শিবরাম স্কুল

রংপুর বিভাগীয় কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটি থেকে সর্বমোট ৭৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৩৪ জন ট্যালেন্টপুল এবং ৪৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

গত সোমবার (৫ মে) দুপুর ১২টায় প্রকাশিত ফলাফলে দেখা যায়, শিবরাম আদর্শ পাবলিক স্কুল জেলায় শীর্ষস্থানে রয়েছে। এই সাফল্য পুরো জেলায় আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রতিষ্ঠানজুড়ে বইছে উৎসবের আমেজ।

শিক্ষার্থীদের এই গৌরবময় সাফল্যে স্কুল পরিচালক মো. রাশেদুল ইসলাম রাশেদ বৃত্তিপ্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নিজ হাতে মিষ্টিমুখ করিয়ে শুভকামনা জানান। তিনি বলেন, এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, এটি পুরো লালমনিরহাট জেলার গর্ব। শিক্ষার্থীদের নিষ্ঠা, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।

সফলতা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা। তাঁরা বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতের পথচলায় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

পরিচালক আরও বলেন, এই সাফল্য আমাদের আরও দায়িত্বশীল করে তুলেছে। আমরা ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় বলেন, এসোসিয়েশন থেকে বৃত্তির ব্যবস্থা করায় শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটছে। এটি অবশ্যই চালু রাখা প্রয়োজন। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিবরাম আদর্শ পাবলিক স্কুলসহ বেশ কিছু কিন্ডারগার্টেন ভালো ফলাফল করছে, যা সন্তোষজনক।

বিজ্ঞাপন

পড়ুন : লালমনিরহাটে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন