চট্টগ্রামের সীতাকুন্ডে অগ্রদূত ক্লাব আয়োজিত অনুষ্ঠানে মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ করা হয়েছে।
উপজেলার জোড়ামতল চৌধুরী স্কয়ারে ক্লাবের সভাপতি সায়েদ আহমেদের সভাপতিত্বে এ আয়োজন করা হয়।
৯ জন বিজয়ী শিক্ষার্থীকে নগদ ৬৬ হাজার টাকা, ১৮ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও সাটিফিকেট দেয়া হয়। এই বৃত্তি পরীক্ষায় উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছিলো।
নবম শ্রেণী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন রোজ গার্ডেন একাডেমীর শিক্ষার্থী মুনতাদির রহমান মাহিন, অষ্টম শ্রেণী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আদিত্য রাম আচার্য, সপ্তম শ্রেণী ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন তালহা জুবায়ের।
সর্বমোট ৯ জন বিজয়ী শিক্ষার্থীতে নগদ ৬৬ হাজার টাকা ১৮ জন শিক্ষার্থীতে শিক্ষা সামগ্রী ও সাটিফিকেট প্রদান করা হয়। উক্ত বৃত্তি পরিক্ষায় উপজেলার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে ছিলো।
এনএ/