28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কানপুর টেস্ট

বৃষ্টিতে খেলা শুরু দেরি, হোটেলে ফিরে গেছে দুই দল

প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন সেই সম্ভাবনাটুকু নেই আর। সকালে মাঠে এসে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করে টিম হোটেলে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা। শুধু বাংলাদেশ নয়, রোহিত শর্মারাও টিম হোটেলে ফেরেন।

কানপুরের আবহাওয়া দ্বিতীয় দিনেও উন্নতি হয়নি। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলাও সময় মতো শুরু হতে পারছে না। বৃষ্টি ক্রমেই বেড়েছে। যে কারণে ভারতীয় দল গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে টিম হোটেলে ফিরে গেছে। সকালে মাঠে এসে প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করে টিম হোটেলে ফিরে গেছেন নাজমুল হোসেন শান্তরা।

গতকাল বৃষ্টি বাধার আগে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। ক্রিজে আছেন মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬*।

লাইভ ব্রডকাস্টে দেখা যাচ্ছে, মাঠের অল্প কিছু জায়গা ছাড়া পুরোটা কভার দিয়ে ঢাকা। টানা বৃষ্টির কারণে কোনো মাঠকর্মীও নেই বাইরে। বৃষ্টি পুরোপুরি থামার অপেক্ষা সবার।

আগের দিন ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘন্টা পর। টস হেরে ব্যাট করতে নেমে নবম ১৩ ওভারের মধ্যে ২৯ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক মিলে গড়েন জুটি। ৫১ রানের জুটির পর ৩১ রান করে আউট হন শান্ত। লাঞ্চের শেষে কিছুটা সময় খেলা হওয়ার পর আলো কমে যাওয়ায় ফের বন্ধ হয় খেলা, এরপরই নামে প্রবল বৃষ্টি। ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন