29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বৃহস্পতিবার থেকে ৪ দিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার

হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজা উপলক্ষ্যে সরকারের নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় বৃহস্পতিবার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার। বন্ধের আগে ও পড়ে সাপ্তাহিক দুই দিনের সরকারি ছুটি থাকায় চার দিনের ছুটি শুরু হচেছ ব্যাংক ও পুঁজিবাজারে।

আগামী ১১ অক্টোবর শুক্রবার ও ১২ অক্টোবর শনিবার সপ্তাহিক বন্ধ শেষে ১৩ অক্টোবর রোববারে ‘দশমী’ উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। বৃহস্পতিবার ছুটি ঘোষণা করায় সব মিলিয়ে চার দিনের ছুটিতে যাচ্ছে আর্থিক খাতের দপ্তরগুলো।


শাখা বন্ধ থাকলেও ছুটির সময়ে লেনদেনের বিকল্প মাধ্যম হিসেবে এটিএম বুথ, এমএফএস (মোবাইল ফোনে আর্থিক সেবা), কিউআর কোড ও ইন্টারনেট ব্যাংকিংয়ের অ্যাপ সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


বুধবার সার্কুলার দিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘‘দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ১০ অক্টোবর সরকার কর্তৃক নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি বন্ধ থাকবে।’’


ব্যাংক বন্ধ থাকলেও সাধারণ সময়ের মত জরুরি পরিষেবা হিসেবে সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা, বুথগুলো ২৪ ঘণ্টা চালু রাখার আগের সিদ্ধান্ত বহাল রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে সাধারণ সময়ের মত নিয়ম মেনে অর্থাৎ সকাল ১০টায় শুরু হয়ে পুঁজিবাজারে লেনদেন চলবে বেলা দুইটা ২০ মিনিট পর্যন্ত, এরপর ১০ মিনিট হবে পোস্ট ক্লোজিং।

অন্যদিকে সাধারণ সময়ে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে খোলা থাকবে বিকাল ৬টা পর্যন্ত, তবে লেনদেন চলবে ৪ টা পর্যন্ত।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন