ঝিনাইদহ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ ইব্রাহীম রহমান বাবু’র সহযোগিতায় রবিবার সকালে হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাসুদেবপুর বাজারে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় ডাঃ মোঃ ইব্রাহীম রহমান বাবু বলেন, “আমাদের যার যতটুকু সামর্থ আছে সেটুকু দিয়েই অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। এ বছর শীত বেশি অনভূত হচ্ছে তাই অসহায় মানুষদের কষ্টটাও বেশি “ মানবিক দিক বিবেচনা করে হলেও সবাইকে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি। উক্ত কর্মসূচিতে ঝিনাইদহ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন


