রাষ্ট্রের অতি গুরুত্বর্পূণ ব্যক্তিত্ব, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে খুলনা প্রেসক্লাবের আয়োজনে আজ ৪ জানুয়ারি রবিবার সকালে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে মরহুমার আত্মার মাগফিরাত কামনার জন্য দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ও আলোচনা শেষে দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরুহুমা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়।
আলোচনা সভায় খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আপোসহীন নেতৃত্বের অন্যন্য প্রতীক হিসেবে যে নামটি সর্বজন স্বীকৃত তিনি বেগম খালেদা জিয়া। নিজের রাজনৈতিক প্রজ্ঞা, ত্যাগ, সাহস ও আপোসহীন অবস্থানের মাধ্যমে তিনি এ দেশের গণতান্ত্রিক সংগ্রামের কেন্দ্রবিন্দুতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি ছিলেন একজন আপোসহীন, মানবিক ও জাতীয় নেত্রী। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার অন্যতম স্থপতি এবং দল মতের ঊর্ধ্বে উঠে এদেশকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিন জীবন বার বার প্রমাণ করেছে তিনি ক্ষমতার জন্য নয় বরং নীতির প্রশ্নে আপোষহীন থেকেছেন। তাই, জাতি এ জন্য চিরদিন তাঁর কাছে ঋণী থাকবে।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য আহমদ মুসা রঞ্জু।
আলোচনা সভায় বক্তৃতা করেন, ক্লাবের নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের সদস্য মো. এরশাদ আলী, মোস্তফা জামাল পপলু, মোঃ জাহিদুল ইসলাম মো. হেদায়েৎ হোসেন মোল্লা, মোহাম্মদ মিলন, শেখ লিয়াকত হোসেন, আব্দুর রাজ্জাক রানা, কে এম জিয়াউস সাদাত, খলিলুর রহমান সুমন, নাজমুল হক পাপ্পু, এস এম নূর হাসান জনি, ইয়াসীন আরাফাত রুমী, মোঃ বেল্লাল হোসেন সজল।
এ সময় উপস্থিত ছিলেন, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ কামরুল আহসান, দেবব্রত রায়, গাজী মনিরুজ্জামান, আলমগীর হান্নান, শেখ আল এহসান, উত্তম মন্ডল, এম এ জলিল, এজাজ আলী, মোঃ নাজমুল হাসান, মোঃ আসাফুর রহমান কাজল, রিংটন মন্ডল, শেখ জাহিদুল ইসলাম, প্রবীর কুমার বিশ্বাস, একরামুল হোসেন লিপু, আল মাহমুদ প্রিন্স, মোঃ কামরুল হোসেন মনি, নাজমুল হক পাপ্পু, অভিজিৎ পাল, দীপংকর রায়, মো. সাদ্দাম হোসেন ক্লাবের অস্থায়ী সদস্য মো. জাকারিয়া হোসেন তুষার, শেখ ফেরদৌস রহমান, এস এম বাহাউদ্দিন, আরাফাত হোসেন অনিক, তুফান গাইন, মোঃ হাসানুর রহমান তানজির, মোঃ মেহেদী মাসুদ খানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
পড়ুন : ৩১ দফার মাধ্যমেই তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়বে বিএনপি: রকিবুল ইসলাম বকুল


