বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে এলে খুশি হবে এবং আনন্দিত হবে বিএনপি। দলের পক্ষ থেকে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুরোধ করা হবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য। তিনি যদি নির্বাচনে আসেন তবে দলের জন্য খুবই আনন্দের বিষয় হবে এটি। বিএনপির চেয়ারপারসনের অসুস্থতার কারণে নির্বাচনে তিনি অংশ নেবেন কিনা? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন। এছাড়াও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির এই নেতা।
বৃহস্পতিবার (৩১জুলাই) সন্ধ্যায় মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. রোকনুজ্জামান খান ও মিথুন রায় চৌধুরী। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম। মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ আরও অনেকে।
এদিকে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী গেলো জাতীয় নির্বাচনে দলের পক্ষে মাগুরা-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন তিনি। আগামী নির্বাচনেও তিনি একই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। সম্প্রতি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় জনসভায় অংশ গ্রহণ করছেন তিনি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

