17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি বন্ধ

আবু সাঈদ হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই শিক্ষক ও ৭ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকত আলী।

আজ সোমবার (২৮ অক্টোবর) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেট সভার মতে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ৭২ জন শিক্ষার্থীর মধ্যে আত্মসমর্পণকারী ও আত্মগোপনে থাকাদের বিরুদ্ধে দ্রতই সিদ্ধান্ত নেয়া হবে। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রেজিস্টারের মাধ্যমে মামলা করা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন