সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় রাঙামাটির কাপ্তাই উপজেলার চিংম্রং বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় মারমা ঐক্য পরিষদ। সংগঠনের উদ্যোগে বৌদ্ধ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশনেত্রীর সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা সভাপতি সাজাই মং, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং মারমা সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
নেতৃবৃন্দ বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের মানুষের প্রতি যে অবদান রেখেছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মারমা সম্প্রদায় সবসময় তার মঙ্গল কামনা করে এসেছে। তারা আশা প্রকাশ করেন, খুব দ্রুত তিনি সুস্থ হয়ে দেশের জনগণের পাশে দাঁড়াতে পারবেন।
পড়ুন: শীতের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
দেখুন: ভারতের শীর্ষ ধনীর ছেলের চিড়িয়াখানা কাণ্ড
ইম/


