বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বরপা এলাকায় ম্যাক্স স্যুয়েটার ফ্যাক্টরীতে এ কর্মসূচীতে তিন হাজার শ্রমিক কর্মচারী ও এলাকাবাসী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনিরের আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান মনিরুজ্জামান মনিরের বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী গণতন্ত্রের মাতা সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সংকটাপন্ন অবস্থায় আছে। আমরা গত তিনদিন যাবত সকল রকম রাজনৈতিক কর্মসূচী বর্জন করে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলে আল্লাহর দরবারে দোয়া কামনা করেছি। বিভিন্ন মসজিদ মাদ্রাসা পাড়া মহল্লায় সর্বস্তরের মানুষ দোয়ার আয়োজন করেছে।
তিনি বলেন, পোশাক শিল্প জিয়া পরিবারের কাছে ঋনি। এ শিল্প প্রতিষ্ঠা থেকে শুরু করে প্রসারের জন্য বিশেষ অবদান রেখেছেন।
পড়ুন- খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দোয়া মাহফিল


