১৪/০১/২০২৬, ২২:১৯ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২২:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বেনাপোলে আখ ক্ষেতে বোমা তৈরির সময় বিস্ফোরণ, যুবকের কব্জি বিচ্ছিন্ন

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় আখ ক্ষেতে দেশীয় বোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবকের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে আজ বিকালে বেনাপোল পোর্ট থানার অন্তর্গত পুটখালী ইউনিয়নের খলসি বাজার খালধার সংলগ্ন রেজাউল নামে এক ব্যক্তির মালিকানাধীন আখ ক্ষেতে ভিতরে আহত যুবকের নাম ফখরুল আলম পল্টু (২৫)। তিনি পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুন্ডা গ্রামের কথিত বাহিনী প্রধান কামরুল ইসলামের সহযোগী হিসেবে পরিচিত আলী ঢালী, ফখরুল আলম পল্টু ও তবিবুর রহমান তবি ওই আখ ক্ষেতে বসে দেশীয় বোমা তৈরি করছিল। এ সময় অসাবধানতাবশত একটি বোমা বিস্ফোরিত হলে ফখরুল আলম পল্টুর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এলেও তার আগেই আহত পল্টুসহ তার সহযোগীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে তারা অজ্ঞাত একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক তৎপরতার সঙ্গে জড়িত।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলম জানান, ঘটনাটি পুলিশ অবগত হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বেনাপোলে বন্দরে দুই মাস ধরে আটকা আছে সুপারিবাহী ১৫০ ট্রাক, দৈনিক লোকসান ২ লাখের বেশি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন