16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

বৈরুতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা

শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বোমা হামলায় বৈরুত বিমানবন্দরের ঠিক বাইরে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

তবে তাদের লক্ষ্য কী ছিল তা এখনও স্পষ্ট না। অন্যদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে লেবানন যে আক্রমণ চালিয়েছে তাতে দক্ষিণে দেশটির দুই সেনা নিহত হয়েছে। এছাড়াও ইসরায়েল আরও ২০টি শহর ও গ্রামকে খালি করার নির্দেশ দিয়েছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে কোনো মন্তব্য করেনি। অপরদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা সীমান্তের দুই দিক থেকে ইসরায়েলি সেনাদের নিশানা করেছে।

বৃহস্পতিবার লেবাননের সেনাবাহিনীর ওপর এই হামলা চালানো হয়। রাজধানীর কেন্দ্রে একটি আবাসিক ভবনে আঘাত হানার ২৪ ঘণ্টা পর বৈরুতে ইসরায়েল সবশেষ বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, হামলায় নিহত নয়জনের মধ্যে তাদের সাতজন ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা যায়, হিজবুল্লাহকে লক্ষ্য করে দুই সপ্তাহের ইসরায়েলি হামলা ও অন্যান্য আক্রমণে লেবাননে নিহত হয়েছে ১ হাজার ৩০০ জনের বেশি লোক এবং দশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সারা দিনে ইসরায়েলি হামলায় ৩৭ জন নিহত এবং ১৫১ জন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন