39.6 C
Dhaka
সোমবার, এপ্রিল ৭, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের ঈদ উপহার বিএনপির কেন্দ্রীয় নেতার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া নেত্রকোণার কলমাকান্দায় উপজেলায় চার সাহসী সন্তানের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে উপজেলা বিএনপি’র সার্বিক তত্ত্বাবধানে ঈদ উপহার প্রদান করা হয়।

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংগঠিত বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হন কলমাকান্দার আহাদুন, আব্দুল আল মামুন, সোহাগ মিয়া ও মেহেদী হাসান। তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাঁদের পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।

গতকাল শুক্রবার (২৮ মার্চ) শহীদ চার পরিবারের মোট ২৩ জন সদস্যের হাতে পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, পেন্ট, শার্ট, থ্রি-পিসসহ ঈদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার কায়সর কামাল এক বার্তায় বলেন, “শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাঁদের ত্যাগ যেন বৃথা না যায়। সেই প্রত্যাশা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা সবসময় শহিদ পরিবারের সুখ-দুঃখে পাশে থাকব।”

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শহিদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। তাঁদের স্মৃতি চিরভাস্বর রাখতে বিএনপি পরিবারকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।

এনএ/

দেখুন: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিতে গণপদত্যাগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন