বোতলজাত সয়াবিন তেলের সংকট বাজারে। খুচরা বিক্রেতারা বলছেন, তারা চাহিদা দিলেও, তেল পাচ্ছেন না। সামান্য কিছু সরবরাহ করলেও, শর্ত জুড়ে দিচ্ছে সঙ্গে অন্য পণ্য কেনার। এদিকে, অনেকটা স্বস্তি ফিরেছে শীতের সবজিতে।
বাজারে সয়াবিন তেলের সরবরাহ সংকট শুরু হয় সপ্তাহ তিনেক আগে। এরপর বাণিজ্য মন্ত্রণালয় পরিস্থিতি ঠিক করতে বৈঠক করে, সয়াবিনে দেয়া হয় শুল্ক ছাড়।

তবে, পরিস্থিতি বদলায়নি, উল্টো সরবরাহ সংকট আরও বেড়েছে। বিক্রেতারা বলছেন, তেল কোম্পানীগুলো, সামান্য পরিমাণে বাজারে ছাড়লেও, তা শর্ত দিয়ে। তেলের সঙ্গে খুচরা দোকানীদের কিনতে হচ্ছে আটা, ময়দা, সুজি।
সয়াবিন তেল এখন বেচাকেনা হচ্ছে নির্ধারণ করা দামের থেকে বেশিতে। ৫ লিটারের বোতল নাই বললেই চলে। আক্ষেপ করে অনেকে বলছেন, বাজার ঠিক করতে হয়তো নামতে হবে ফেরেস্তা।

সয়াবিনের সরবরাহ সংকট থাকলেও, বাজারে ঠাসা যেন শীতের সবজি। দামও অনেকটা লাগালে। ৫০ টাকার আশেপাশের দরে অনেক পদের সবজির কেজি। যদিও, নতুন আলুর কেজি এখনো ৮০ টাকা।
অন্তবর্তী সরকার ৪ মাস পূরণ হতে দুই দিন বাকি। তবে, মানুষ বলছে, বাজার ব্যবস্থায় যে সামগ্রিক পদক্ষেপ তারা দেখতে চেয়েছিলো তা হয়নি।
এনএ/