19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোয়ালখালীতে লিজা আকতার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা এলাকার বহর তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লিজা আকতার প্রবাসী মুন্নার স্ত্রী বলে জানা যায়। গত দুই বছর আগে ভালোবেসে একে অপরকে বিয়ে করেন তারা।

নিহতের বাবা মো. ইউনুছ বলেন, সকাল নয়টার দিকে খবর পেয়েছি আমার মেয়ে শ্বশুর বাড়িতে আত্মহত্যা করেছে। মেয়ের শাশুড়ি আমাকে ফোন করে বলে সকালে নাস্তা করতে মেয়ের রুমের দরজায় গিয়ে ডাকলে মেয়ে দরজা না খোলায় ঘরের পিছনের দিকে জানালা দিয়ে দেখতে গেলে দেখা যায় উপরে বাঁশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। রাতে কয়টার দিকে মেয়ে আত্মহত্যা করেছে তা নাকি জানেনা তার শাশুড়ি।পরে আমাদের খবর দিলে আমরা তার শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়ি গিয়ে দেখা যায় আমার মেয়ের লাশ হাত বাঁধা অবস্থায় ঘরের উপরে বাঁশের সাথে ঝুলে আছে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের শাশুড়ির সাথে কথা বলতে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সংযোগ না পাওয়ায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে ঠিক কি হয়েছিল তার সাথে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন