18 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন

বোলিং-ব্যাটিং দুই দিকেই হতাশ করল বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বোলিং-ব্যাটিং দুই দিকেই হতাশ করল বাংলাদেশ। দিনশেষে দিত্বীয় টেস্টের পুরো নিয়ন্ত্রণ এখন দক্ষিণ আফ্রিকার হাতে।

বুধবার (৩০ অক্টোবর) প্রথম ইনিংসে ৫৭৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করানোর পর মাত্র ৯ ওভারের মধ্যেই চারটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে পাঠায় প্রোটিয়ারা। দিন শেষে ২য় দিনের খেলা শেষ হয় আলো কম থাকায়, যা বলতে গেলে সাময়িক স্বস্তি এনে দেয় বাংলাদেশি ব্যাটারদের জন্য।

দ্বিতীয় দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে ৯ ওভার ব্যাট করে ৩৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। মুমিনুল হক ৬ রান এবং নাজমুল হাসান শান্ত ৪ রানে অপরাজিত রয়েছেন। এতে দক্ষিণ আফ্রিকার থেকে এখনও ৫৩৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

আফ্রিকার ৫৭৭ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। ৮ বলে ২ রান করে তাকে সঙ্গ দেন জাকির হাসান। এদিন পিচে বেশিক্ষণ থাকতে পারেননি জয়ও। ২১ বলে ১০ রান করে ফেরেন এই ওপেনার।

এরপর ৭ বলে ৩ রান করে হাসান মাহমুদ আউট হলেও দলীয় ৩২ বলে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত মুমিনুল হক ৬ রানে এবং নাজমুল হাসান শান্ত ৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা।

এর আগে, চট্টগ্রামে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ে ছেলে খেলা করেছে প্রোটিয়া ব্যাটাররা। ৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। যেখানে বড় ইনিংস খেলেছেন টনি ডে জর্জি (১৭৭), ক্রিস্টান স্টাবস (১০৬) এবং ওয়ায়ান মুল্ডার (১০৩)।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। এ ছাড়াও এক উইকেট নেন নাহিদ রানা।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন