নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের একটি বেহাল সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে ব্যক্তি উদ্যোগে। এতে অন্তত ৮টি গ্রামের মানুষের ভোগান্তি কমবে। দীর্ঘবছর ধরে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি লেক থাকায় উপজেলায় গোয়ালপাড়া এলাকার সড়কটি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো। এতে আশপাশের ৮ টি গ্রামের লোকজনকে ৩ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো। এগিয়ে আসেন ব্যবসায়ী ও সমাজসেবক আরমান মোল্লা। তিনি সড়কটি মেরামতে টাকার যোগান দেন। ২১ মার্চ দুপুরে স্থানীয় বাসিন্দাদের নিয়ে এ সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।