শরীয়তপুরের ডামুড্যা উপজেলার তিলই এলাকায় এক ব্যবসায়ীকে উপর্যুপরি সুরিকাঘাত ও শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্ত কারীদের বিরুদ্ধে। আজ রাত ৯ টায় কেহর ভাঙ্গা বাজার থেকে নিজ বাড়ি তিলই এলাকায় গেলে ঘটে এ ঘটনা।
স্বজন ও স্থানীয়রা জানান প্রতিদিনের মতো খোকন দাস ডামুড্যা উপজেলার কেহরভাঙ্গা বাজারে ঔষধ ও বিকাশের দোকান শেষ করে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন। রাত ৯ টার দিকে বাড়ির ঠিক সামনে তিলই এলাকায় সিএনজি থেকে নামতেই তিনজন দুর্বৃত্ত তার উপরে আক্রমণ করে। এ সময় তার শরীরের বিভিন্ন অংশে এলোপাথারি ছুরি দিয়ে কোপালে মাথা বুক পেট সহ বিভিন্ন জায়গায় জখমের সৃষ্টি হয়। ( সুরিকাঘাতে তার ভুড়ি বেরিয়ে আসে) শুধু কুপিয়েই ক্ষ্যান্ত হয়নি দুর্বৃত্তরা পরে তার শরীরে পেট্রোল মেরে আগুন ধরিয়ে দেয়। সে রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে ছুটে এসে আগুন নিভায় এবং শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
এ সময় তার কাছে থাকা টাকা পয়সা দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়া ও ছুরিকাঘাতের বড় বড় ক্ষত তৈরি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।
পড়ুন- নাগরিক টিভির অনুসন্ধানী সংবাদে থামল গিয়াসউদ্দিনের অবৈধ মাটি কাটা, জরিমানা ১ লাখ টাকা


